Cvoice24.com

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ১৮ এপ্রিল ২০২১
মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম

চট্টগ্রামে সন্ধ্যার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, মিয়ানমারের হাখা অঞ্চলের প্রায় ৬১ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

চট্টগ্রামের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান সিভয়েসকে বলেন, 'ইউএসজিএস'র তথ্যে আমরা দেখতে পারছি মিয়ানমারের হাখা নামক জায়গার ৬১ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এর উৎপত্তিস্থল। এটার ৫ দশমকি ২ মাত্রার। চট্টগ্রামেও মৃদু অনুভূত হয়েছে।'

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর মূল কেন্দ্র দেশের রাজধানী ঢাকার আগারগাঁও থেকে ৪১২ কিলোমিটার দূরত্বে এ ভূমিকম্প অনুভূত হয়।৷ 

ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক আজিজুল হক।

এদিকে ভূম্পিকম্পটি ঢাকা-চট্টগ্রাম ছাড়াও অনুভূত হয়েছে বান্দরবান, রাঙ্গামাটিসহ দেশের পার্বত্যাঞ্চলে। সেখানকার বাসিন্দারা এই কম্পন অনুভূত হওয়ার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ রিপোর্ট লিখা দেশের কোথাও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়