Cvoice24.com

পায়খানা করিয়ে ইয়াবা বের করলো পুলিশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ২১ মে ২০২১
পায়খানা করিয়ে ইয়াবা বের করলো পুলিশ

উখিয়া থেকে পেটে করে সাতকানিয়ায় ইয়াবা নিয়ে আসে পালংখালীর  ছালাম। ডেলিভারি দেওয়ার কথা ছিলো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গোয়াজর পাড়ার মৃত বাদশা ফকিরের ছেলে মো. আবু হানিফকে। ইয়াবা বের করতে রাতে ব্যাপক খাওয়া-দাওয়া সেরে মলত্যাগের জন্য অপেক্ষা করছিলেন হানিফের বাড়িতেই। তবে আর মলত্যাগ করা হয়নি, এর আগেই খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সেখানেই মলত্যাগের মাধ্যমে একে একে বের করে আনা হয় ৬২ পোটলা ইয়াবা।

বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলী জানান, উখিয়া থেকে পেটে করে ইয়াবা আনার গোপন তথ্যে ঘটনাস্থলে তিনি এবং এএসআই দীপক চন্দ্র ধর অভিযান চালান। সেখান থেকে দুজনকে থানায় এনে মলত্যাগ করিয়ে একজনের পেট থেকে ৩১শ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে হানিফের ছোটভাই আসিফের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: