Cvoice24.com
corona-awareness

চলন্ত বাইকে ফেসবুক লাইভ, প্রাণ গেল বাইকারের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১ জুন ২০২১

চলন্ত বাইকে ফেসবুক লাইভে এসেছিলেন ২৫ বছর বয়সী তরুণ। মাথায় ছিলো না হেলমেটও। ৪০০ ফুট যেতে না যেতেই বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ হারান ওই যুবক। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনার লাইভ ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, পদুয়া তেওয়ারিহাট বা এর আশপাশের এলাকা থেকে পেছন থেকে কেউ একজন ফেসবুকে লাইভে এসে ভিডিও করছিলেন। কিছুদুর যেতে না যেতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কায় উল্টে যায় মোটরসাইকেল। দুর্ঘটনার পরপর আশপাশ থাকে ছুঁটে আসেন লোকজন। তখনও মোবাইলটি পড়েছিল সড়কে। লোকজনকে বলতে শোনাযাচ্ছিল ‘এহনো ফরাণ আছে’ (এখনো প্রাণ আছে), ‘এক্কান গারি ধরো’ (একটা গাড়ি ধরো)। তারপর প্রত্যক্ষর্শীদের কেউ একজন তুলে নিলেন মোবাইল ফোনটি। সেখানেই দেখা যায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সবার হুড়োহুড়ি থেকে শুরু করে মর্মান্তিক সব দৃশ্য।

রিদুয়ান নামে সাতকানিয়ার ওই যুবক দুই বন্ধুকে পেছনে চেপে লোহাগাড়ায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে। যাত্রাপথে লোহাগাড়ার পদুয়া বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়