Cvoice24.com

সাতকানিয়ায় শিক্ষকদের পারফরমেন্স বেজড ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ১৩ জুন ২০২১
সাতকানিয়ায় শিক্ষকদের পারফরমেন্স বেজড ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী

সাতকানিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিনদিন ব্যাপী পারফরমেন্স বেজড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শেষ হয়েছে। রবিবার প্রশিক্ষণ শেষে ৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। রবিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ।

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের ডিস্টিক ট্রেনিং কো অর্ডিনেটর কাজী আব্দুল আজিজ, সহকারী পরিদর্শক মিথিলা দাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশীষ বরণ দেব, সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইলিয়াস, জনার কেওঁচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। উপস্হিত ছিলেন মাস্টার ট্রেইনার আকরাম হোসেন, মিথিলা দাশ ও কামরুন্নিছা খানম। 

এরআগে ১১ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণের আজ সমাপনী অনুষ্ঠানের ১ম পর্বে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী।

সিভয়েস/বিজ্ঞপ্তি

সর্বশেষ

পাঠকপ্রিয়