Cvoice24.com

দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল চট্টগ্রামের ৬৪৯ পরিবার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২০ জুন ২০২১
দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল চট্টগ্রামের ৬৪৯ পরিবার

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২য় পর্যায়ে জমিসহ ঘর পেয়েছে চট্টগ্রামের ভূমিহীন ও গৃহহীন ৬৪৯টি পরিবার।

রবিবার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে চট্টগ্রাম থেকে যুক্ত করা হয় রাঙ্গুনিয়া উপজেলাকে।

চট্টগ্রামের যেসব উপজেলায় গৃহহীনরা ঘর পেলো— রাঙ্গুনিয়া উপজেলায় ৫০টি, পটিয়া উপজেলায় ৩০টি, চন্দনাইশ উপজেলায় ২৭টি, সাতকানিয়া উপজেলায় ১০টি, লোহাগাড়া উপজেলায় ১৫০টি, বাঁশখালী উপজেলায় ১৪টি, কর্ণফুলী উপজেলায় ৫টি, বোয়ালখালী উপজেলায় ২০টি, রাউজান উপজেলায় ২৪৮টি, হাটহাজারী উপজেলায় ১০টি, আনোয়ারা উপজেলায় ৫০টি, মীরসরাই উপজেলায় ২৫টি, সীতাকুণ্ড উপজেলায় ১০টি।

দ্বিতীয় পর্যায়ে নির্মিত প্রতিটি ঘরের জন্য খরচ হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। প্রতিটি ঘরে ২টি বেডরুম, ১টি রান্না ঘর, বারান্দা, বাথরুম। এছাড়াও ১০টি ঘরের জন্য একটি করে ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়