Cvoice24.com

রাঙ্গুনিয়ার নতুন ইউএনও ইফতেখার ইউনুস

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২৬ জুলাই ২০২১
রাঙ্গুনিয়ার নতুন ইউএনও ইফতেখার ইউনুস

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইফতেখার ইউনুস। আগামী তিন বছরের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ইফতেখার ইউনুসের বাড়ি যশোর জেলায়। তিনি বিসিএস ৩৩ তম ব্যাচের কর্মকর্তা হয়ে এর আগে মন্ত্রী পরিষদ বিভাগে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের আধা পাকা ঘর নির্মাণ প্রকল্পের দায়িত্বশীল পদে ছিলেন।

এদিকে সকালে রাঙ্গুনিয়ায় এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সাবেক ইউএনও মো. মাসুদুর রহমানকে। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন আজ। তিনি দীর্ঘ তিন বছর রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

-সিভয়েস/এইচবি

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়