Cvoice24.com

অবৈধ তেলের ডিপো থেকে বিদেশি জাহাজের চোরাইতেলসহ গ্রেপ্তার দুই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২৭ জুলাই ২০২১
অবৈধ তেলের ডিপো থেকে বিদেশি জাহাজের চোরাইতেলসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে বিক্রির অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পতেঙ্গার এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অবৈধ একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় সেখান থেকে ২ হাজার ৭৫ লিটার তেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। 

গ্রেপ্তার দুজন হলেন — ভূজপুর থানার হারুয়াল ছড়ি এলাকার রূপন বড়ুয়ার ছেলে  মিন্টু বড়ূয়া (৩০)। অন্যজন রাঙামাটি জেলার কোতোয়ালী থানার ভেদভেদী এলাকার মো. আবুল হাসানের ছেলে মো. শওকত (৩৬)। 

চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সিভয়েসকে বলেন, এ চোরাকারবারি চক্রটি বিদেশ থেকে আসা জাহাজ থেকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে আসছিল। পরে তা সংরক্ষণ করে অবৈধভাবে বিক্রয় করতো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়