Cvoice24.com

চট্টগ্রামের আকাশে কালোমেঘ, রাতে ঝরাবে ভারী বৃষ্টি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ জুলাই ২০২১
চট্টগ্রামের আকাশে কালোমেঘ, রাতে ঝরাবে ভারী বৃষ্টি

এক লঘুচাপের রেশ না কাটতেই সমুদ্রে ফের সৃষ্টি হয়েছে আরও একটি লঘুচাপ। যার জেরে চট্টগ্রাম চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ফের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আকাশে মেঘের আনাগোনা দেখে আবহাওয়াবিদরা বলছেন, চট্টগ্রামে মঙ্গলবার রাত থেকেই তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বাতাসের পাশাপাশি এতে করে পাহাড় ধ্বসের শঙ্কা সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) ভারী বৃষ্টির আশঙ্কায় একটি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সতর্ক বার্তায় বলা হচ্ছে,  ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল সাড়ে ১১ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। 
আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।’

আবহাওয়াবিদরা জানান, গতকাল রাত থেকে কক্সবাজার, টেকনাফ অংশে অতিভারী বর্ষণ অব্যহত আছে। সেখানকার পাহাড়ধসের খবরও পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রামে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাতেই বেশ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।’

আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘চট্টগ্রামে বায়ুচাপের তারতম্য কাজ করছে। কাজেই আজ রাতে বেশ বৃষ্টি হতে পারে। আর সকাল থেকেই বাতাসের বেগ অনেক বেশি। সব মিলিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।’

এর আগে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তাছাড়া মঙ্গলবার ভোর ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজার, টেকনাফে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টিপাত এবং ৮৯ মিলিমিটার থেকে তার বেশি বৃষ্টিপাতকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়। 

সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়