Cvoice24.com

চন্দনাইশে বাস-মাইক্রো সংঘর্ষ, প্রাণ গেল চালকের

চন্দনাইশ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৫, ১ আগস্ট ২০২১
চন্দনাইশে বাস-মাইক্রো সংঘর্ষ, প্রাণ গেল চালকের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে একটি মিনিবাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন আবতার (২৮) নামে ওই মাইক্রোবাস চালক। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৫ যাত্রী। 

রবিবার (১ আগস্ট) মহাসড়কের হাশিমপুর বুলার তালুক রাস্তার মাথা পেট্রাল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালকের বাড়ি চকরিয়ার খুটাখালি এলাকায়। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের হাশিমপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাস চালক মারা যান। আহত হন ওই মাইক্রোবাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

আহতরা হলেন, চকরিয়া কক্সবাজার এলাকার জাকের হোসেনের স্ত্রী নাছমা (২৭,) রিপনের স্ত্রী আখি (৩০), খুটাখালী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেলাল (২২), ছৈয়দ আলমের ছেলে মো. আবছার (২৫), চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার তোফায়েলের ছেলে মো. সোহাগ (৩৬)।   

দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়