Cvoice24.com

পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ ফয়সাল নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব দে বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর পরিবার জানায়, সকালে ঘরের কাজে সবাই ব্যস্ত ছিল। এক সময় শিশু ফয়সাল ঘর থেকে হেঁটে বেরিয়ে যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়