Cvoice24.com

সীতাকুণ্ডে কারখানায় মেশিনের চেইন প্যাঁচিয়ে শ্রমিকের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ১৫ সেপ্টেম্বর ২০২১
সীতাকুণ্ডে কারখানায় মেশিনের চেইন প্যাঁচিয়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জিআই তার তৈরির কারখানায় মেশিনের চেইন প্যাঁচিয়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে রায়হান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্পের বিপরীতে তার তৈরির কারখানা বেকসন ওয়্যার ড্রইং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানার আজগরা ইউনিয়নের হাজী বন্দার বাড়ির মোহাম্মদ শমিরের পুত্র।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ডিউটিতে লোহার জিআই তার তৈরির সময় অসাবধানতাবশত শ্রমিক রায়হানের শরীরে জিআই তার প্যাঁচিয়ে মেশিনে ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এসে অভিযোগ দায়ের করলে মামলা নেয়া হবে।’

-সিভয়েস/আইএইচ/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়