Cvoice24.com

ফটিকছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে হঠাৎ অসুস্থ জেলা পরিষদ চেয়ারম্যান

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২১
ফটিকছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে হঠাৎ অসুস্থ জেলা পরিষদ চেয়ারম্যান

ফটিকছড়িতে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ সালাম।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নে জেলা পরিষদের বরাদ্দে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ড. মাহমুদ হাসান সেতু উদ্বোধন করতে গিয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। সেখান থেকে দুপুর ২টার দিকে তাকে দ্রুত নাজিরহাটের কেয়ার পয়েন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। 

জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ জানান, নারায়নহাটে ড.মাহমুদ হাসান সেতু উদ্বোধন করার সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

ফটিকছড়িতে এই সেতু ছাড়াও এম.এ সালাম নানুপুরে ১টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, নাজিরহাটে ১টি মার্কেট উদ্বোধনের কথা ছিল। সব আয়োজন স্থগিত ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল। 
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়