Cvoice24.com

পটিয়ায় ট্রাক চালক হত্যায় পিবিআইয়ের হাতে আরও একজন গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ২৭ সেপ্টেম্বর ২০২১
পটিয়ায় ট্রাক চালক হত্যায় পিবিআইয়ের হাতে আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় অপহরণের পর ট্রাক চালক মো. মোসলেম উদ্দিনকে হত্যার ঘটনায় মো. আবু তাহের (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে রাঙ্গুনীয়ার কমলাছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এরআগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে মোসলেম উদ্দিন নামে ওই ট্রাক চালককে অপহরণ দুর্গম পাহাড়ে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে উপজাতি সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ভাই আবু তাহের বাদী হয়ে পটিয়া থানায় মামলা করলে রাম তংচংগ্যা (৪২) ও পরিমল তংচংগ্যা (৩৫) নামে দুজন গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর ওই ট্রাক চালককে হত্যা করে বুটবুটিছড়া পাহাড়ের নিচে চিনময় খালে গর্ত করে পুতে রেখেছে বলে জবানবন্দি দেয় আদালতে। জবানবন্দিতে তারা গ্রেপ্তার আবু তাহেরও জড়িত থাকার কথা জানায়।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও আমাদের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়