Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

মাছ চাষে সফল চন্দনাইশের আক্তার হোসেন

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২১
মাছ চাষে সফল চন্দনাইশের আক্তার হোসেন

আক্তার হোসেন। বাড়ি চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। ছোট থেকেই মাছ চাষে আগ্রহ তার। সেই আগ্রহ থেকে ২০১১ সালে শুধু একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। একটি পুকুর থেকে এখন তার ৭টি পুকুর। সব পুকুরে টইটম্বুর পানিতে মাছে ভরা। কোন পুকুরে রুই, কাতলা, মৃগেল। আবার কোন পুকুরে কার্প জাতীয় মাছ। আবার কোন কোন পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, চিংড়ি।

১২ বছরে তিনি এখন সফল একজন মৎস্য খামারি। বছরে তিন লাখ টাকা খরচে তার লাভ ১০ লাখ টাকা। 

আক্তার হোসেন জানান, শুরুতে একটি পুকুর দিয়ে তিনি মাছ চাষ শুরু করেন। এরপর ধীরে ধীরে আরও ৬টি পুকুর যোগ করেন। ৬ একরে তার খরচ হয় বছরে তিন লাখ টাকা। আর তিনি সেখান থেকে লাভ করেন ১০ লাখ টাকার মতো। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আরও এগিয়ে যাওয়ার আশা তার। আক্তার হোসেনের স্ত্রী লীপি আক্তার রাজনীতির পাশাপাশি উপজেলার গরু ছাগলের সফল খামারী হিসেবে সরকারি স্বীকৃতি প্রাপ্ত। 

সর্বশেষ

পাঠকপ্রিয়