Cvoice24.com

বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৩ দোকান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ অক্টোবর ২০২১
বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৩ দোকান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের ধরলা রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধরলা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে বলেন, ভোরে হাটতে বের হয়ে ধরলা রোডের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান কাজল দে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সুফিয়ান সিভয়েসকে বলেন, ‌‘ভোরে অগ্নিকাণ্ডের খবর পেলে দুটি টিমের ১২জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

চায়ের দোকানে টেবিল ফ্যান রাতভর চলতে থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

-সিভয়েস/আইএইচ

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়