Cvoice24.com

সাতকানিয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা, শিশুর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৯ অক্টোবর ২০২১
সাতকানিয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা, শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বিষপানে মো. সানি নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুল কবির (৩৬) নামে এক ব্যক্তি বেঁচেও গেছেন। তবে কেন বা কিভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত কিছু জানা যায়নি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জঁনার কেঁওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নুরুল কবিরের বাড়ি বান্দরবানের বালাঘাটা ২ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ায়। তিনি ওই এলাকার আমিন শরীফের ছেলে।

জানা গেছে,  কেঁওচিয়া ইউনিয়নের জঁনার কেঁওচিয়া এলাকায় এজাহার ডাক্তারের বাড়ির পুকুর পাড়ে দুজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সাইকা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, জঁনার কেঁওচিয়া এলাকায় বিষপানে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা কি-কারণে সাতকানিয়া এসেছিল বা কি কারণে আত্মহত্যা করলো তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়