Cvoice24.com

পটিয়ায় মাদ্রাসার নামকরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, একজনের মৃত্যু

প্রকাশিত: ১৬:২৭, ২২ অক্টোবর ২০২১
পটিয়ায় মাদ্রাসার নামকরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মাদ্রাসার নামকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মধ্যস্থতা করতে গিয়ে রুহুল আমিন (৭০) নামে এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) জুমার নামাজের পর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার সিভয়েসকে বলেন, মাদ্রাসার নামকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হলে তাদের মধ্যস্থতা করতে যায় লোকটি। এসময় হঠাৎ করে মাথা ঘুরে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে গেলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোকটি স্ট্রোক করে মারা গেছে বলে জানান চিকিৎসক। লোকটি বার্ধক্যজনিত বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি। 

সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়