Cvoice24.com

ফটিকছড়িতে ৪২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ২৬ অক্টোবর ২০২১
ফটিকছড়িতে ৪২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ১৪টি ইউপি'র মধ্যে ১৩ নম্বর লেলাং, ১৬ নম্বর বক্তপুর ও ২০ নম্বর আবদুল্লাহপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫জন সাধারণ ওয়ার্ড সদস্য ও ৪জন সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬২৫ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪৫৭ জন এবং সংরক্ষিত নারী আসনে ছিলেন ১১০ জন। বর্তমানে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধ প্রার্থী রইলেন ৩৬ জন, সংরক্ষিত নারী আসনে ১০৫ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ৪২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়