Cvoice24.com

৭ম ধাপে ভাসানচরে গেল আরও ৩৭৯ রোহিঙ্গা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ নভেম্বর ২০২১
৭ম ধাপে ভাসানচরে গেল আরও ৩৭৯ রোহিঙ্গা

ছবি সিভয়েস

চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে ভেসে নোয়াখালীর হাতিয়া ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে আরও ৩৭৯ জন রোহিঙ্গা। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় সপ্তম দফায় চট্টগ্রাম ছেড়ে ভাসানচর গেলো রোহিঙ্গারা।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেন, বুধবার (২৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গা ছিলেন। তাদেরকে আজ বেলা ১২ টার দিকে ভাসানচর পাঠানো হয়েছে।

এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮, ৩ ও ৪ মার্চ পঞ্চম দফায় চার হাজার ২১ এবং ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়