Cvoice24.com

ভোট হচ্ছে না রাউজানে, বিনা ভোটে হচ্ছেন ১৪ ইউপির ১৮২ প্রার্থী

রাউজান প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৩০, ২৭ নভেম্বর ২০২১
ভোট হচ্ছে না রাউজানে, বিনা ভোটে হচ্ছেন ১৪ ইউপির ১৮২ প্রার্থী

রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে ১৪ জন

রাত পোহালেই শুরু হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এদিকে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৪ চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য পদে ১২৬ প্রার্থী ও ৪২টি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদপ্রার্থীদের প্রতিদ্বন্দ্বি না থাকায় ১৮২ জনপ্রতিনিধি বিনাভোটে বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

গত  ২ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে রাউজানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া কোন বিদ্রোহী প্রার্থী, অন্য দলের কোন প্রার্থী কিংবা কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেননি। 

চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন ডাবুয়ার আবদুর রহমান চৌধুরী (৭০), হলদিয়ায় মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চিকদাইরে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার, বিনাজুরিতে রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদরে বিএম জসিম উদ্দিন, কদলপুরে নিজাম্ উদ্দিন আহমেদ, পাহাড়তলীতে রোকন উদ্দিন, পূর্বগুজরায় মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন, উরকিরচরে আবদুর জব্বার, নোয়াপাড়ায় বাবুল মিয়া, বাগোয়ানে ভুপেশ বড়ুয়া, নোয়াজিষপুরে লায়ন এম সরোয়ার্দী সিকদার।  

রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, যাচাই বাছাইয়ে কোন ত্রুটি না থাকায় সবার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়। কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। তাদের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সর্বশেষ

পাঠকপ্রিয়