Cvoice24.com

রাঙ্গুনিয়া-হাটহাজারীর ২৬ ইউপিতে ভোট কাল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২৭ নভেম্বর ২০২১
রাঙ্গুনিয়া-হাটহাজারীর ২৬ ইউপিতে ভোট কাল

প্রতীকী ছবি

তৃতীয় ধাপে চট্টগ্রামে রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ১৩টি করে ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া রাউজানের সব ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না।

রাঙ্গুনিয়ার পারুয়ায় আওয়ামী লীগের একতেহার হোসেন, পোমরার জহির আহম্মদ চৌধুরী, সরফভাটার শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শিলক ইউনিয়নের নজরুল ইসলাম তালুকদার, পদুয়ার বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, পদুয়ার বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ইদ্রিস আজগর, রাজানগরের ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও কোদলার আবদুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে হোসনাবাদ,  বেতাগী, ইসলামপুর,  দক্ষিণ রাজানগর ও লালানগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ ‘বিদ্রোহী প্রার্থী’।

অন্যদিকে হাটহাজারীর গুমানমর্দ্দনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান ও  মেখলে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ধলইয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আ. লীগ প্রাথী শাহনেওয়াজ হোসেন চৌধুরী (নৌকা), আওয়ামী লীগ নেতা আবুল মনসুর (আনারস), মো. হারুন অর রশিদ (মোটর সাইকেল), জানে আলম চৌধুরী (হাতপাখা)। ৩ নং মির্জাপুর ইউপিতে আকতার হোসেন খাঁন (নৌকা), আ. লীগ ঘরানার এনাম উদ্দিন তালুকদার (আনারস), রহিম উদ্দিন চৌধুরী (অটোরিকশা), মির্জাপুর ইউপিতে আকতার হোসেন খাঁন (নৌকা), আ. লীগ ঘরানার এনাম উদ্দিন তালুকদার (আনারস), রহিম উদ্দিন চৌধুরী (অটোরিকশা)। ৫ নং নাঙ্গলমোড়া ইউপিতে হুমায়ুন কবির (নৌকা), আ. লীগ ঘরনার হারুনুর রশিদ (আনারস) ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (ঘোড়া), ছিপাতলীতে নুরুল আবেদিন (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান বিএনপির নুরুল আহসান লাভু (আনারস), গড়দুয়ারায় মো. এনামুল হক চৌধুরী (অটোরিকশা), মো. সরোয়ার মোরশেদ তালুকদার (নৌকা), আবদুল মাবুদ (আনারস),  উত্তর মাদার্শা রফিকুল কাদের (অটোরিকশা), জাকের হোসেন (মোটর সাইকেল) মো. সাহেদুল আলম (নৌকা), কাজী মো. মহসিন (আনারস)। ১১ নং ফতেপুরে মো. জয়নুল আবেদীন (নৌকা), মো. জাকের হোসেন (আনারস), সেকান্দর (মোমবাতি),  চিকনদন্ডীতে হাসান জামান বাচ্চু (নৌকা), জহুরুল আলম (চশমা), আহম্মদ নুর (মোটর সাইকেল), কাজী মোহাম্মদ আলমগীর (আনারস), মো. জাবেদ (হাতপাকা)। ১৩ নং দক্ষিণ মাদার্শায় আবদুল মজিদ (অটোরিকশা), মো. সরোয়ার (নৌকা), মো. আকতার (চশমা) ও মো. আবুল হোসেন (আনারস), শিকারপুরে আবু বক্কর সিদ্দিকী (নৌকা), আকবর আলী (টেলিফোন) ও আবদুল খালেক (আনারস)। ১৫ নং বুড়িশ্চর ইউপিতে বেলাল উদ্দিন (নৌকা), মো. রফিক (চশমা), মো. জাহেদ হোসেন (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৯১৪ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৯ জন। ১২২টি ভোটকেন্দ্রে ৬৩৩ বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন

সর্বশেষ

পাঠকপ্রিয়