Cvoice24.com

গোলা ভেঙে ধান খেল হাতি, থানায় জিডি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৮ নভেম্বর ২০২১
গোলা ভেঙে ধান খেল হাতি, থানায় জিডি

হাতি। ফাইল ছবি

ধার-দেনা করে জমিতে ফসল ফলিয়েছিলেন কৃষক নিপুল কুমার সেন। গত সপ্তাহে পাকা সেই ধান পরিবারের সদস্যদের সহযোগিতায় তুলেছিলেন বাড়ির আঙ্গিনায়। ২৩ নভেম্বর (বুধবার) গোলাতে হানা দেয় হাতির দল। হানা দিয়ে ৪৫ হাজার টাকা মূল্যের ধান সাবাড় করে নেয়। ঘটনাটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের। এ ঘটনায় থানায় জিডি করেছেন ওই কৃষক।

গতকাল শনিবার বন্য হাতির বিরুদ্ধে কৃষক নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

নিপুল কুমার সেন জানান, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে বন্য হাতি আমার বাড়ির আঙ্গিনায় থাকা ধানের গোলা ভেঙে প্রায় ১৫০ আড়ি (দেড় টন) ধান খেয়ে ফেলে। এ ধানের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। এ বছর আমি যে ফসল পেয়েছিলাম তার সব শেষ।‘

বোয়ালখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘দিনে-রাতে বন্য হাতি নেমে আসে লোকালয়ে। এসব হাতি ফসলের ক্ষয়ক্ষতি করে। গত মঙ্গলবার ভোরে জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে ধান খাওয়ার ঘটনা জানতে পেরেছি।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘হাতি ধান খাওয়ার ঘটনায় থানায় এক কৃষক সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

-সিভয়েস/একে/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়