Cvoice24.com

প্রেমিকাকে বিষপান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ৩০ নভেম্বর ২০২১
প্রেমিকাকে বিষপান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষপান করিয়ে প্রেমিকাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। বর্তমানে ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের বড় কুমিরা রয়েল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক নিশান (২১) সীতাকুণ্ডের বড় কুমিরা রয়েল গেট এলাকায় মোহাম্মদ জসিমের ছেলে।

কিশোরীর বড় ভাই জিসান বলেন, আমার বোন উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে লেখাপড়া করে। তার সাথে নিশান (২১) নামে এক ছেলের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটির পরিবারও এ বিষয়ে জানতো। ছেলেটি আজ দুপুরে ফোন করে আমার বোনকে তাদের বাসায় নিয়ে যায়। বিকালে খবর পেলাম আমার বোন ছেলেটির বাড়ির পিছনে একটি বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি।

তিনি অভিযোগ করে বলেন, তারা আমার বোনকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করেছে। তার মুখে ফেনা ও শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। 

চমেক পুলিশ ফাঁড়িতে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সিভয়েসকে বলেন, বিকালে বিষপান করা এক কিশোরীকে চমেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়