সীতাকুণ্ডে লরি চাপা দিল ৫ পথচারীকে
সিভয়েস প্রতিবেদক

প্রতীকী ছবি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ছোট কমলদার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আব্দুল মাবুদ গনি (৫০), মোহাম্মদ সুজন (২৫), মোহাম্মদ হাসান (২৭), মোহাম্মদ ইসমাইল (২৭) ও মোহাম্মদ রনি (৩০)।
চট্টগ্রাম জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার সিভয়েসকে বলেন, ‘মধ্যরাতে ছোট কমলদার হাটে মালামাল বোঝাইকারী একটি লরির ধাক্কায় ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। তাদের মধ্যে রনি নামের এক যুবকের অবস্থা খুবই আশঙ্কাজনক।
-সিভয়েস/আইএইচ