Cvoice24.com

ভবন রাঙাতে গিয়ে নিভে গেল শ্রমিকের জীবন প্রদীপ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ১ ডিসেম্বর ২০২১
ভবন রাঙাতে গিয়ে নিভে গেল শ্রমিকের জীবন প্রদীপ

লোহাগাড়ায় ভবন রং করার সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দেলোয়ার হোসেন রনি (২১) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অজ্ঞাত আরও একজন।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১টার সময় লোহাগাড়ার চুনতি টেকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি আমিরাবাদ মতিউল্লাহ্ মহাজান পাড়া এলাকার জামাল উদ্দিন প্রকাশ জামাল খলিফার ছেলে। 

সরেজমিনে জানা গেছে, বুধবার সকালে নিহত রনি ও তার এক সহকর্মী আজম উল্লাহর ছেলে মো. শফির বাড়িতে নবনির্মিত দুই তলা ভবনে রঙের কাজ করতে যায়। এসময় বাইরে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঙ্গে লাগানো দেওয়ালে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন রনি। এরপর ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন তার অন্য এক সহকর্মী।

বাড়ির মালিক শফির সাথে তার বাড়িতে গিয়ে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. সরওয়ার জাহান বলেন, বিদ্যুৎ আইনে স্পষ্ট লেখা আছে বাড়ি নির্মাণ করতে হলে বৈদ্যুতিক তারের ৪ ফিট দুরত্ব রেখে বাড়ি নির্মাণ কাজ শুরু করতে হবে। বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের পর  বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা শুনেছি। তবে কোথায় ঘটনা ঘটেছে জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ

পাঠকপ্রিয়