Cvoice24.com

মিরসরাইয়ে শিক্ষকের বাড়িতে চোরের দল, খোয়ালেন নগদ টাকা-স্বর্ণালঙ্কার

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ৪ জানুয়ারি ২০২২
মিরসরাইয়ে শিক্ষকের বাড়িতে চোরের দল, খোয়ালেন নগদ টাকা-স্বর্ণালঙ্কার

ঘরের তালা ভেঙ্গে চোর নিয়ে গেলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার। -প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক শিক্ষকের বাড়িতে হানা দিয়েছে চোরের দল। ঘরের তালা ভেঙে তারা সেখান থেকে ৬ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নুরুল আলমের প্রবাসী ছেলে মো. রাশেদুল আলম রিয়াদ জানান, ঘরে তালা লাগিয়ে মাকে নিয়ে কাজে গিয়েছিলেন ঢাকায়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কাজ ছিল। সেই সুযোগে রাতে ঘরের তালা ভেঙে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসসহ প্রায় ৯-১০ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়