Cvoice24.com

ফটিকছড়িতে গভীর রাতে আগুনে পুড়লো ৫টি বসতঘর 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ২১ জানুয়ারি ২০২২
ফটিকছড়িতে গভীর রাতে আগুনে পুড়লো ৫টি বসতঘর 

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি বাড়ির ৫টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে উপজেলার নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ দৌলতপুর গ্রামের নুরুল্লাহ মুন্সির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাড়ির আবদুস সালাম, আবু তাহের, মুহাম্মদ এয়াকুব, মুহাম্মদ ইছা ও মুহাম্মদ খোরশেদের কাঁচা এবং টিনশেড় বেড়ার বসতঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল বলেন, ‘পৌর এলাকার নুরুল্লাহ মুন্সির বাড়িতে এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের নায়েক মুকুল বিকাশ রোয়াজা সিভয়েসকে বলেন, ‘গতরাত ১ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় তিন ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। এ সময় একটি বাড়ির ৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে কেউ হতাহত হননি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

-সিভয়েস/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়