Cvoice24.com

নিষিদ্ধ সময়ে সাগরে না নামার কথা দিলেন সীতাকুণ্ডের জেলেরা

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১১ মে ২০২২
নিষিদ্ধ সময়ে সাগরে না নামার কথা দিলেন সীতাকুণ্ডের জেলেরা

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মাছের প্রজনন নির্বিঘ্ন, উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি এ সিদ্ধান্ত মেনে নিয়ে উপজেলা মৎস্য দপ্তরকে নিষিদ্ধ সময়ে সাগরে না নামার কথা দিয়েছে সীতাকুণ্ডের জেলেরা।

বুধবার (১১ মে) স্থানীয় জেলেদের মধ্যে চাল বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত জেলেরা এ কথা দেন।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, দুই ইউনিয়নের মোট ৬০৮ টি জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে মোট ৪৮.৬৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মুরাদপুর ইউনিয়নের ১৩৮ জেলে পরিবার ও সোনাইছড়ি ইউনিয়নের ৪৭০ জেলে পরিবারকে চাল দেওয়া হয়েছে। এ সময় জেলেরা নিষিদ্ধ সময়ে সাগরে নামবেনা বলে কথা দিয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়