Cvoice24.com

বাঁশখালী ইউপি নির্বাচন:  চেয়ারম্যান পদে ৮৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৭ মে ২০২২
বাঁশখালী ইউপি নির্বাচন:  চেয়ারম্যান পদে ৮৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

চট্টগ্রামের বাঁশখালীরর ১৪টি ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছে। পুরাতন ও বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুন অনেক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছে। 

সোমবার  (১৭মে) সন্ধা পযর্ন্ত  বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চেয়ারম্যান পদে ৮৯  জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। 

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য ৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাহারছড়া, কাথরিয়া ও কালীপুর ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে, চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা পুকুরিয়া, সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে,চট্টগ্রামের কোতোয়ালী থানার নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান পুইছড়ি ও ছনুয়া ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বৈলছড়ি, সরল ও চাম্বল ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্ব, চট্টগ্রামের চন্দনাইশ থানার নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম শেখেরখীল, শিলকুপ ও গন্ডামারা ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবে বলে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

সোমবার (১৭মে) সন্ধা পযর্ন্ত বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, "কাথরিয়া" ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন,সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। 

বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন,  সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে।  শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে।

শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান  পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন,সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। 

পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। চেয়ারম্যান পদে ৮৯ জন , সংরক্ষিত সদস্য পদে ১৬৬ জন, সাধারণ সদস্য পদে ৬২৭ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়