Cvoice24.com

ইউপি নির্বাচন/ সাতকানিয়ায় মনোনয়ন বৈধ তিন প্রার্থীর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ১৯ মে ২০২২
সাতকানিয়ায় মনোনয়ন বৈধ তিন প্রার্থীর

সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল।

এরআগে গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ছালেহ, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক মনোনয়নপত্র জমা দেন।


 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়