Cvoice24.com

চন্দনাইশে অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২১ মে ২০২২
চন্দনাইশে অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই

চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুই বাড়ি

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে দুই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২০মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারীর আর্দশ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— মো. আমানত খানের ছেলে মো. আরিফ খান ও মো. হেলাল খান ছেলে মো. ইমন খানের পরিবার।

জানা যায়, শনিবার রাত ১টার দিকে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, আগুনে দুই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়