Cvoice24.com

ইউপি নির্বাচন/
সাতকানিয়ায় বিদ্রোহী প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২১ মে ২০২২
সাতকানিয়ায় বিদ্রোহী প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান 

সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মানিককে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

শনিবার (২১ মে) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতারা তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে আওয়ামী লীগের পতাকাতলে এসে নৌকার প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান।

আওয়ামী লীগ নেতারা বলেন, ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী বলেন, বর্ধিত সভায় এঁওচিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সভায় কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও আমরা আশা করছি তিনি প্রতিশ্রুতি রাখবেন।

.ইউপি নির্বাচন/ সাতকানিয়ায় মনোনয়ন বৈধ তিন প্রার্থীর

.সাতকানিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহীসহ ৩ প্রার্থীর মনোনয়ন জমা

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। বিশেষ অতিথি  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর ও আবুল কালাম আজাদ।

সর্বশেষ

পাঠকপ্রিয়