Cvoice24.com

ইটিপি নেই, গ্যাস বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কারখানা সিলগালা করলো পরিবেশ অধিদপ্তর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ২২ মে ২০২২
ইটিপি নেই, গ্যাস বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কারখানা সিলগালা করলো পরিবেশ অধিদপ্তর

পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনার অপরাধে ডাইয়িং, ওয়াশিং প্রিন্টিং প্রতিষ্ঠান মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে নাসিরাবাদের একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বারবার তাগাদা দিয়েও প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপির আওতায় আনা যায়নি।

রোববার (২২ মে) অভিযান চালিয়ে কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা সীলগালা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক সিভয়েসকে বলেন, ‘গত বছরের ২৯ মার্চ পরিদর্শনে গেলে দেখা যায় কর্তৃপক্ষ কোনোরকম পরিশোধন ছাড়াই তরল বর্জ্য কারখানার পাশের ড্রেনে ফেলছেন। এমনকি প্রতিষ্ঠানটির কোনো ছাড়পত্র নেই। ইটিপি বিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় ওই বছরের (২০২১ সাল) জুনের ৬ তারিখ শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। পরিবেশের ক্ষতি করায় শুনানি শেষে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের মধ্যে ইটিপি স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ১৪ জুন কারখানা কর্তৃপক্ষ ইটিপি স্থাপনের জন্য দুই মাসের সময় চেয়ে নেয়। তাদের চাহিদামত সেই নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও তারা (কারখানা কর্তৃপক্ষ) ইটিপি স্থাপন করে নাই।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে তিন দফায় (১৬ আগস্ট, ২১ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। তারপরেও তারা ইটিপি স্থাপনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সর্বশেষ চলতি বছরের ১৮ এপ্রিল আবার পরিদর্শনে গিয়ে একই অবস্থা দেখতে পাই। বারংবার সর্তক করার পরও এবং সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও সরকারি নির্দেশনা না মেনে কারখানা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সকল সেবা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। সে কারণে আজ অভিযান চালিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সীলগালা করে দেওয়া হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়