Cvoice24.com

চন্দনাইশে সড়ক পরিদর্শনে এডিবির কর্মকর্তারা

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ২৪ মে ২০২২
চন্দনাইশে সড়ক পরিদর্শনে এডিবির কর্মকর্তারা

চট্টগ্রামের চন্দনাইশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে নির্মিত সড়ক পরিদর্শনে এসেছেন কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে উপজেলার দেওয়ান হাট, বৈলতলী, বরমা, ধামাইর হাট থেকে পটিয়া উপজেলা সংযোগ সড়কের ১৬ কিলোমিটার রাস্তা মেরামত সড়ক প্রতিরক্ষা সড়ক নিরাপত্তা এবং কার্পেটিং সিলকোটের কাজ পরিদর্শন করেন তারা।

এসময় প্রকল্প এলজিইডি আরসিআইপি’র প্রকল্প পরিচালক, মোহাম্মদ কামরুল ইসলাম, এডিবির মিশন লিডার অমৃত কুমার দাশ, এলজিইডির নির্বাহী প্রকৌলশী এ.কে.এম আমিরুজ্জামান, এডিবি’র  সিনিয়র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার মুহাম্মদ মঞ্জুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট এসিন্টেন্ট হালিমা ফেরদৌসী, জেন্ডার স্পেশালিষ্ট সিনেরা চাকমা, উপ-প্রকল্প পরিচালক, মোহাম্মদ মনচুর আলী, ডেপুটি টিম লিডার, এলজিইডি, আরসিআইপি মো. আলতাফ হোসেন, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মো. জুনায়েদ আবছার চৌধুরী, চন্দনাইশ এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

সড়ক পরিদর্শন শেষে এলজিইডি. আরসিআইপির প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, এডিবি’র অন্তর্ভূক্ত বিভিন্ন জেলার সড়কের মধ্যে কুমিল্লা এবং নোয়াখালী জেলার কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সড়ক মেরামতের কাজও ঠিকাদার ভালো ভাবে সম্পন্ন করার পথে।

সর্বশেষ

পাঠকপ্রিয়