Cvoice24.com

সাতকানিয়ায় মাছ ধরতে খালে অবৈধভাবে বসানো ফাঁদ ধ্বংস

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১ জুন ২০২২
সাতকানিয়ায় মাছ ধরতে খালে অবৈধভাবে বসানো ফাঁদ ধ্বংস

সাতকানিয়ার ইছামতি খালে মাছ ধরতে বসানো অবৈধ ফাঁদ

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের মধ্যে বাঁশের বেড়া এবং জাল দিয়ে ফিক্সড ইঞ্জিনের সাহায্যে বসানো অবৈধভাবে মাছ ধরার ফাঁদ ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে প্রবাহমান ইছামতি খালে মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব ফাঁদ ধ্বংস করে।

এসময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, থানার উপ পরিদর্শক সুব্রত দাশ, নুরুল আলম, ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নয়ন দেওয়ান এবং মোস্তাফিজ, আনোয়ার আলমগীর, সাব্বির, জিল্লুর উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা  সৈকত শর্মা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন'১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী ফিক্সড ইঞ্জিন দিয়ে প্রবাহমান খাল ও নদীতে মাছ নিধন আইনত নিষিদ্ধ। ফলে এ অবৈধ কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়