Cvoice24.com

পটিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজা

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ২৩ জুন ২০২২
পটিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজা

পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামজাকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির প্রয়াত মহাপরিচালক মুফতি আবদুল হালিম বুখারির স্থলাভিষিক্ত হলেন তিনি।

মঙ্গলবার রাতে মুফতি আবদুল হালিম বুখারির নামাজে জানাজার সময় লাখো মুসল্লীর উপস্থিতিতে তার নাম ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া মাদরাসার শুরা সদস্য ও প্রধান মুফতি-মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ। 

খুব দ্রুত সময়ের মধ্যে মজলিসে শুরা সদস্যের মিটিং ডেকে মহাপরিচালক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়