Cvoice24.com

সাতকানিয়া নলুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ২৩ জুন ২০২২
সাতকানিয়া নলুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর। 

অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সস্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসাইন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন, এমএ নবী, আ জ ম সেলিম, চেয়ারম্যান মো. লেয়াকত আলী।

নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দাশ মানিকের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিম সভাপতি ও মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক এবং ৫ নং ওয়ার্ডে আবু জাফর ভুট্টো সভাপতি ও মুনসুর আহম্মদ সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।  

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়