Cvoice24.com

সীতাকুণ্ডে মায়ের সাথে ঝগড়া শেষে গলায় ফাঁস দিল ছেলে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ২৫ জুন ২০২২
সীতাকুণ্ডে মায়ের সাথে ঝগড়া শেষে গলায় ফাঁস দিল ছেলে

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মায়ের সঙ্গে ঝগড়া করে তুষার ধর (১২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। 

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহননকারী তুষার সীতাকুণ্ডের সলিমপুরের ছিন্নমূল এলাকার রন ধরের ছেলে।

তুষারের প্রতিবেশি মো. হাকিম সিভয়েসকে বলেন, আজ সকালে মায়ের সঙ্গে ঝগড়া করে তুষার। পরে তার মা তাকে স্কুলে যেতে বলে নানীকে গাড়িতে তুলে দিতে ঘরের বাইরে যায়। এ সুযোগে সে নিজ বাসায় গলায় ফাঁস লাগায়। তার মা ফিরে এসে ছেলেকে ফাঁসিতে ঝুলতে দেখে সজোরে চিৎকার করতে থাকেন। পরে আমরা প্রতিবেশিরা সবাই সেখানে যাই। তুষারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ছেলেটাকে আর বাঁচানো গেল না। 

তিনি আরো বলেন, তুষারের বোনের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল। পরিবার মেনে না নিলে কিছুদিন আগে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল। পুরো ঘটনাটাই তুষার দেখেছিল। এ ঘটনা থেকে উৎসাহিত হয়ে ছেলেটা আত্মহত্যা করেছে।  

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মায়ের সাথে ঝগড়া করে তুষারা ধর নামের ১২ বছর বয়সী এক ছেলে আত্মহত্যা করেছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নং ওয়ার্ডে পাঠায় এবং মৃত ঘোষণা করে। বর্তমানে লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

-সিভয়েস/টিএম

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়