বাপের বাড়ি যাওয়া নিয়ে ‘মাদকাসক্ত’ স্বামীর সঙ্গে ঝগড়া, বিষপানে গৃহবধূর আত্মহত্যা
ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাইজকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
শারমিন ওই এলাকার নুরুল আলমের স্ত্রী । নুরুল আলম পেশায় একজন সিএনজি চালক।
স্থানীয় সূত্রে গেছে, শারমিন আকতারের স্বামী মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে এসে স্ত্রীকে নির্যাতন করতে তিনি। বাপের বাড়ি যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ হয়। পরদিন সকালে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে।
ভূজপুর থানা অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দীন ফারুকী বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ শারমিন আত্মহত্যা করে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।