Cvoice24.com

তেল না পেয়ে সীতাকুণ্ডে বাইকারদের বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ৬ আগস্ট ২০২২
তেল না পেয়ে সীতাকুণ্ডে বাইকারদের বিক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বালানি তেল না পেয়ে বিক্ষোভ করেছে বাইকাররা। শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরের সঙ্গে সঙ্গে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে ভিড় শুরু করে গাড়ি চালককরা।

এসময় অতি লাভের আশায় নানা অজুহাতে কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ বন্ধ রাখলে বিক্ষোভে নেমে পড়ে তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু করে।

রাত ১১টার দিকে সরেজমিন দেখা যায়, শেখ পাড়ার টেকনো ফিলিং স্টেশনের সামনে বাইকারদের জটলা। এসময়ে খোঁজ নিয়ে জানা যায়, আরও আধা ঘণ্টা আগে থেকে সবাই তেলের জন্য অপেক্ষা করছে। কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছিল না। এসময় পাম্পের অফিসেও কাউকে দেখতে পাওয়া যায়নি। বাইকারদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। এর পরপরই আবারো তেল দেওয়া শুরু করে পাম্প কর্তৃপক্ষ। একই ঘটনা ঘটে বটতলার সীতাকুণ্ড ফিলিং স্টেশনেও।

প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়