Cvoice24.com

কর্ণফুলীতে সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তর্কাতর্কি, যুবককে কুপিয়ে হত্যা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ১১ আগস্ট ২০২২
কর্ণফুলীতে সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তর্কাতর্কি, যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় সেপটিক ট্যাংকের পানি নিয়ে তর্কাতর্কির জেরে মো. নুরুল আনোয়ার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারার ঘটনা ঘটেছে।

বুধবার (১০ আগস্ট) রাত ৮টায় উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল আনোয়ার ওই বাড়ির মৃত কবির আহমদের ছেলে। 

পুলিশ জানায়, বুধবার বিকেলে নুরুল আনোয়ারের ঘরের সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তার মায়ের সঙ্গে পাশের ঘরের জাহাঙ্গীরের তর্কাতর্কি হয়। পরে রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নুরুল আনোয়ারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সিভয়েসকে বলেন, ‘পাশ্ববর্তী জাহাঙ্গীরের হাতে মো. নুরুল আনোয়ার খুন হয়েছে বলে দাবি করছে তার পরিবার। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। মামলার পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-সিভয়েস/ডিসি/পিবি

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়