Cvoice24.com

বই খাতা সব পুড়ে গেছে, কি পড়বো— রাউজানে ঘর পুড়ে শিক্ষার্থীর আহাজারি

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ১৮ আগস্ট ২০২২
বই খাতা সব পুড়ে গেছে, কি পড়বো— রাউজানে ঘর পুড়ে শিক্ষার্থীর আহাজারি

পুড়ে যাওয়া বইয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহিম

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াদের খীল কাজী পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে তিন বসতঘর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন— কৃষক আমীর আলী, সবজি বিক্রেতা আবদুল মান্নান ও দিনমজুর মোসলেম মিয়া।

আগুনের দাউ দাউ লেলিহান শিখায় যখন বসতবাড়িগুলো পুড়ে একে একে ভস্মীভূত হচ্ছিল তখন সপ্তম শ্রেণী পড়ুয়া ফাহিম ও শারমিন আকতার গগনবিদারী কান্নায় বারবার বলছিল বই-খাতা, কাগজ-কলম, স্কুল ব্যাগ সব পুড়ে গেছে, এখন কি পড়বো, কিভাবে স্কুলে যাব?’

দিনমজুর মোসলেম মিয়ার স্ত্রী শাহেদা আকতার বলেন, আমার দীর্ঘদিনের কষ্টার্জিত স্বপ্নের জিনিসপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই। দুপুরে গোসল করে পরব সেই কাপড়ও নেই।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রবিউল ইসলাম বলেন, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

-সিভয়েস/এইচআর/পিবি

সর্বশেষ

পাঠকপ্রিয়