চন্দনাইশে একসপ্তাহে সাড়ে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১০ মাদক কারবারি
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে এক সপ্তাহে পৃথক পৃথক অভিযানে ৩৬ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ আগস্ট) ভোরে লাগেজের ভেতর করে ৬ হাজার ৮শ পিস ইয়াবা পাচারের সময় গাছবাড়ীয়ায় সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে আওলাদ হোসেন কোতোয়াল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে।
আওলাদ হোসেন কোতোয়াল মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানা কামারখারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামারখারা এলাকার আবুল কাশেমের ছেলে।
একইস্থানে গত সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ
মিজানুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিজানুর রহমান কক্সবাজার জেলার ঈদগাঁও মেহেরঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে। একইদিন রাত আড়াইটার দিকে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মংমং চিং (৫৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মংমং চিং কক্সবাজার পৌরসভার মন্দির সড়ক, কেয়াং পাড়া, জাদিরাম পাহাড়, এস,এ,ক্যাং এলাকার মৃত অং চিংয়ের ছেলে।
গত শনিবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসের সিটের নিচ থেকে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৪), আবু তালেব(৩২), আব্দুর রশিদ(২৬), নুরুল আজিমসহ (২৮) ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টায় উপজেলার চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের সামনের রাস্তায় কারের এসি প্যানেলের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইসমাইল হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ জেলার রামগঞ্জ পৌরসভা
১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার আবদুর রহিমের ছেলে।
একই স্থানে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত দেড়টার দিকে ২১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাইসাল নুর প্রকাশ ফয়সালকে (২৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফাইসাল নুর প্রকাশ ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউপি ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
বুধবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে একইস্থান থেকে ১হাজার ২২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও ইউপি ৪ নম্বর ওয়ার্ডের উজান ইয়ারাবাদ এলাকার মৃত সাবাজ আলীর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক কারবারিদের ধরতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। পুলিশের বিশেষ অভিযানে মাদকের বড় বড় চালান ধরাও পড়ছে। পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।