Cvoice24.com

অবৈধভাবে তোলা লক্ষাধিক ঘনফুট বালু জব্দ, লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২২
অবৈধভাবে তোলা লক্ষাধিক ঘনফুট বালু জব্দ, লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তোলা ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এছাড়া ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মো. ইদ্রিস নামে এক ব্যক্তিকে।

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মং চিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়ায় অবৈধভাবে তোলা ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। অন্যদিকে উপজেলার পূর্ব নলুয়া ইউনিয়নের মোক্তিয়ারকুম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইদ্রিসের ছেলে  সৈয়দ নূর (৩১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়