চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মো. ফরিদ মিয়া
চট্টগ্রামের চন্দনাইশে চুরি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মো. ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফরিদ মিয়া ওই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা এলাকার মৃত সোনা মিয়া ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশ পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।