Cvoice24.com

সাতকানিয়ায় মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রকাশিত: ২০:৪৪, ২৪ নভেম্বর ২০২২
সাতকানিয়ায় মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

চট্টগ্রামের সাতকানিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা, শীত মৌসুমে পুলিশের টহল টিম বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বক্তারা, ফসলি জমির গুরুত্বারোপ করে মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানান। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় স্থানীয়রা সরকারের দ্বার গোড়ায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন। সাতকানিয়া-চন্দনাইশ-লোহাগাড়া সীমান্ত নির্ধারণ বিষয়ে এবং পৌরসভার ঝুঁকিপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের ব্যাপারে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সহকারী কমিশনার ভূমি মং চিংনু মারমা, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী,  সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শা ইউপি চেয়ারম্যান আনম সেলিম উদ্দিন, এওচিয়ার আবু ছালেহ, কেঁওচিয়ার ওসমান আলী, সদর ইউনিয়নের মোহাম্মদ সেলিম উদ্দীন প্রমুখ।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়