Cvoice24.com

যুবলীগ নেতা এলিটের হুইল চেয়ার বিতরণে গুলি-বোমা হামলার অভিযোগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ১৯ ডিসেম্বর ২০২২
যুবলীগ নেতা এলিটের হুইল চেয়ার বিতরণে গুলি-বোমা হামলার অভিযোগ

‘শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ হামলার জন্য স্থানীয় যুবলীগ নেতা আশরাফুল কামাল মিঠুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলিট। 

সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার বর্ণনা দিয়ে যুবলীগ নেতা এলিট বলেন, ‘আজকে জুনিয়র চেম্বার চট্টগ্রামের উদ্যোগে মিরসরাইয়ে দশজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করার কর্মসূচি ছিল। এরপর দুপুরে মিরসরাইয়ের দুই প্রেসক্লাবের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে হতে না হতেই আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা, হত্যা মামলার আসামি আশরাফুল কামাল মিঠুর সেকেন্ড ইন কমান্ড আলমগীর হোসেন ও কামরুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও চাঁদাবাজি এবং ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ করিম রানার নেতৃত্বে বেশ কয়েকটি গুলি করার পর গ্রেনেড ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়।’

মিরসরাইয়ে দীর্ঘ দিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি জননেত্রী শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী এলাকায় মানবতার সেবা করে যাচ্ছি। এতে ভীত হয়ে একটি পক্ষ আমার মানবতার সেবা বন্ধ করতে বহুবার আমার উপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ মেষ এবার এ হামলা করেছে।’ 

হামলার পরও মিরসরাইয়ের মানুষের সেবা করা থেকে দমানো যাবে না বলে হুশিয়ারি দেন যুবলীগ নেতা এলিট। 

যুবলীগ নেতা এলিট বলেন, ‘যখন মুহুর্মুহ গুলি এবং বোমের শব্দ আসতে ছিল যখন তখন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা দিগ্বিবিদিক ছোটাছুটি করছিলেন। এ দৃশ্য দেখে বিবেকের কাছে প্রশ্ন উঠলো, কীভাবে প্রতিবন্ধীদের অনুষ্ঠানে হামলা করতে পারে? জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।’

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জনিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: