Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চন্দনাইশে দুই ইটভাটার মালিককে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬, ৩০ জানুয়ারি ২০২৩
চন্দনাইশে দুই ইটভাটার মালিককে জরিমানা

চন্দনাইশে ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার হাশিমপুর ইউনিয়নে এ জরিমানা আদায় করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিসমিল্লাহ ব্রিকস ও বার আউলিয়া ব্রিকস নামে দুই ইটভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করছে— গোপন সূত্রে এসময় সংবাদ পেয়ে অভিযানে যায় উপজেলা প্রশাসন। সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়  ভবিষ্যতে আর কাঠ ব্যবহার করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়। 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়