Cvoice24.com

গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ২৮ মে ২০২৩
গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব ফেনী জেলার ছাগলনাইয়া থানার পূর্ব মধুপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। সে মিরসরাইয়ে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরর্ত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের চলমান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুব ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি মিরসরাইয়ে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরর্ত ছিলেন। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মাহবুবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: