Cvoice24.com

বাঁশখালীতে ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ৬ আগস্ট ২০২৩
বাঁশখালীতে ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

চট্টগ্রাম জেলার মানচিত্র।

চট্টগ্রামের বাঁশখালীতে মাটির দেয়াল চাপা পড়ে মো. মিজবাহ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মিজবাহ স্থানীয় কৃষক রফিউল করিমের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে প্রবল বর্ষণে চুপসে পড়ে তাদের মাটির ঘর৷ এসময় মা-বাবার সাথে ঘুমিয়ে থাকা শিশুটিও মাটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাধনপুরের চেয়ারম্যান কে এম সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের ঘরটি নিচু হওয়ায় প্রবল বর্ষণে দুর্ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: